সুনামগঞ্জে শুরুর আগেই পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫

অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছে সুনামগঞ্জ পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি ফয়জনূর আহমেদ।

খোঁজ নিয়ে জানা যায়, জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ৫ মাস আগে নীলাদ্রী নামে একটি এসি বাস ক্রয় করা হয়। শ্রমিকদের ক্রয়কৃত এই এসি বাসটি সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচলে বাধা প্রয়োগ করে বাস মালিক সমিতি। ফলে বাস মালিক সমিতির সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় সুনামগঞ্জ পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের। যার প্রেক্ষিতে বুধবার ( ১৯ ফেব্রুয়ারি) দুপুরে মানববন্ধনের মাধ্যমে বৃহস্পতিবার থেকে জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হয়।

বিজ্ঞাপন

কিন্তু গতকাল রাত ২টায় বাস মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ দুই সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে বসে বিষয়টি মীমাংসা হলে তাদের অনির্দিষ্টকালের কর্মসূচি শুরু হওয়ার আগেই প্রত্যাহার করা হয়।

সুনামগঞ্জ পরিবহন ঐক্য পরিষদের সভাপতি ফয়জনূর আহমেদ জাগো নিউজকে বলেন, আমাদের দাবি বাস মালিক সমিতি মেনে নেওয়ায় আমরা অনির্দিষ্টকালের যে কর্মবিরতির ডাক দিয়েছিলাম সেটি প্রত্যাহার করেছি। জেলায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লিপসন আহমেদ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।