ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকাণ্ডে সার-কীটনাশকের চার দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৩:২৭ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫

ময়মনসিংহের ধোবাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সার-কীটনাশকের চার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বাকপাড়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিজ্ঞাপন

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ধোবাউড়া ফায়ার স্টেশনের পরিদর্শক মো. মেহেরুল ইসলাম।

তিনি বলেন, ফায়ার স্টেশন থেকে বাকপাড়া বাজার অন্তত ১৬ কিলোমিটার দূরে। সড়কটিও ভাঙাচোরা। ফলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলের ঘটনাস্থলে যেতে কিছুটা দেরি হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আব্দুল কুদ্দুস, আবুল হাশেম, তারা মিয়াসহ আরও একজনের সার-কীটনাশকের দোকানের বেশিরভাগ অংশই পুড়ে যায়। এমন অবস্থায় আমাদের সদস্যদের চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এরমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে সার-কীটনাশকের ওই চার দোকান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মো. মেহেরুল ইসলাম বলেন, আগুন আরও কিছুক্ষণ থাকলে বাজারের আরও অনেকগুলো দোকান পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

এমডিকেএম/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।