প্রেস ক্লাবে শেখ হাসিনার নামফলক ভেঙে দিলেন শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:১২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রায় ছয়মাস পর রাজবাড়ী প্রেস ক্লাবে শেখ হাসিনার নাম সংবলিত ফলক ভেঙে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে প্রেস ক্লাব ভবনের প্রথম ও দ্বিতীয় তলার দুটি ফলক হাতুরি দিয়ে ভাঙা হয়।

বিজ্ঞাপন

শিক্ষার্থী হাসিবুল ইসলাম শিমুল জানান, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর রাজবাড়ী প্রেস ক্লাব ভবনে শেখ হাসিনার নামফলক কালো কালি দিয়ে মুছে দিয়েছিলেন। কিন্তু হঠাৎ তারা দেখতে পান কে বা কারা ওই কালি মুছে ফ্যাসিস্ট শেখ হাসিনার নাম আবার বের করা হয়েছে। যার কারণে আজ সেটি ভাঙা হলো।

রুবেলুর রহমান/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।