সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর ছিলেন পালিয়ে। কিন্তু শেষ রক্ষা হলো না আর। ধরা পড়তে হলো পুলিশের হাতে ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদারকে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাদল ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার এএসআই কাওসার আহম্মেদ জানান, ২০১৪ সালের বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদকদ্রব্য মামলার বিচার শেষে তাকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মো. আতিকুর রহমান/জেডএইচ/এমএস