প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা এবং দাফনে অংশ নিলেন মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুর রাজ্জাক রাজা। পরে জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্যারোলে তিন ঘণ্টার জন্য মুক্তি পান তিনি। তিনি পূর্ব দাশরা এলাকার মো. দোয়াত আলীর ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৫টার দিকে রাজার মা জহুরা বেগম (৭০) মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মানিকগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাশরা গ্রামের বাসিন্দা ছিলেন। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করা হয়।

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট (রুটিন দায়িত্ব) মোহাম্মদ আতিকুর মামুন মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেন। প্যারোলে মুক্তি পেয়ে রাজা পুলিশি প্রহরায় মায়ের জানাজায় যান। মসজিদ প্রাঙ্গণে প্রবেশের পর কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে বাদজোহর রহমতপুর জামে মসজিদ প্রাঙ্গণে মায়ের জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে পুলিশি প্রহরায় কারাগারে পাঠানো হয়।

এর আগে ২২ জানুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় তিনটি মামলা রয়েছে। গত বছরের ১৮ জুলাই ও ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা এবং জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় মামলাগুলো করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জাগো নিউজকে বলেন, যুবলীগ নেতা আব্দুল রাজ্জাক রাজার মায়ের জানাজায় অংশ নিতে আদালতের নির্দেশে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশি প্রহরায় তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মো. সজল আলী/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।