ইন্ডিয়ান ভিসা

ওটিপিতে টাকা হাতাচ্ছে দালাল, তৎপর কর্তৃপক্ষ

সাখাওয়াত হোসেন
সাখাওয়াত হোসেন সাখাওয়াত হোসেন , জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ভারতীয় ভিসার জন্য দরকার হয় ই-টোকেন। সেই ই-টোকেন তুলছেন দালালরা। ব্যবহার করছেন তাদের নিজস্ব ফোন। আর সেই ফোন আর মোবাইল নম্বরের মাধ্যমে ভিসা জমা দিতে আসছেন গ্রাহক। এই টোকেন নিতে গ্রাহককে গুনতে হচ্ছে হাজার হাজার টাকা।

তবে সম্প্রতি এই দালালদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ভারতীয় ভিসা কর্তৃপক্ষ। প্রতিদিনই ২০ থেকে ৩০ জন গ্রাহকের কাছে ধরা পড়ছে দালালদের এমন কারসাজি।

বিজ্ঞাপন

ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের তথ্যমতে, সম্প্রতি নতুন সিস্টেম চালু হয়েছে ভারতীয় ভিসায়। এই সিস্টেমে নিজের ফরম নিজে ফিলআপ করতে হবে। নিজের সিম নম্বর দিতে হবে। সেই সিমে একটি ওটিপি যাবে। ২৯ সেকেন্ডের মধ্যেই সেটি পূরণ করতে হবে। কিন্তু নিজেদের নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করছে দালালরা। আর এতেই টাকা হাতিয়ে নিচ্ছে তারা।

ভিসা সেন্টার জানায়, দালালদের এই সিম ও ওটিপি ব্যবহারের কারণে প্রতিদিন ২০-৩০ জনকে ফেরত দিচ্ছে তারা। আজ মঙ্গলবারও ৫ জনকে এই একই কারণে আটকানো হয়েছে। তাদের কাছ থেকে ফোনও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাবনার স্বপন কুমার বলেন, রবিউল নামের একজনের কাছ থেকে তিনি টাকার মাধ্যমে এটি করে নিয়েছেন। এই ফোনটিও তাদের।

দালালদের ওটিপিসহ মোবাইল ফোন নিয়ে আসা আরও একজন বলেন, টাকার বিনিময়ে তারা ডেট নিয়ে দিয়েছে। মোবাইলটাও তারাই দিয়েছে।

রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার বলেন, কিছু অ্যাপ্লিকেন্ট ব্রোকারদের (দালাল) ফোন নিয়ে আসছে, এমন খবরে এখানে এসেছি। এখানে আসার পর তাদের সঙ্গে কথাও বলেছি। তারা দালালদের কাছে বেশি টাকা দিয়ে এটা করছে। আমরা চাই দালাল ফ্রি মহল হোক। সম্মানিত নাগরিক যাতে ইজিভাবে ভিসা পায় এজন্য বাড়তি কোনো টাকা পয়সার দরকার নাই। এই ম্যাসেজ আমরা দিতে চাই। আমরা পুলিশকে বলেছি। দালালদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজও আমরা ৫-৬টি এই ধরনের আবেদন পেয়েছি। পুলিশকে এই ঘটনা তদন্তের জন্য বলেছি। আমরা এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স চাই। ভিসা সিস্টেম করতে চাই সহজ প্রক্রিয়ায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, আজকের ভিসা সেন্টারের কোনো ঘটনা এখনো আমার জানা নেই। তবে আমি খোঁজ নেবো।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।