ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

হরতাল ডেকে মাঠে নেই আ’লীগ, যান চলাচল স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:০৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগের পূর্বঘোষিত দেশব্যাপী হরতাল কর্মসূচি চলছে। তবে, দিনের শুরু থেকে এখন পর্যন্ত হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। অন্যান্য দিনের মতো আজও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে হরতালকে কেন্দ্র করে সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের শিমরাইল মোড়, সাইনবোর্ড, কাঁচপুর, মোগরাপাড়া সরেজমিনে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

হরতাল ডেকে মাঠে নেই আ’লীগ, যান চলাচল স্বাভাবিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দেখা গেছে, স্বাভাবিক দিনের মতো মহাসড়কের নারায়ণগঞ্জের ২১ কিলোমিটারে যানবাহনের চাপ রয়েছে। যাত্রীরাও নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাচ্ছেন। এখন পর্যন্ত হরতাল পালনকে কেন্দ্র করে কোনো প্রকার অরাজকতা কিংবা নাশতার সৃষ্টি হয়নি। অপরদিকে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের নিয়মিত টহল টিম মহাসড়কে ঘুরছে।

সানারপাড় থেকে রজনিগন্ধা বাসে উঠেছেন ব্যবসায়ী আব্দুস ছামাদ। তিনি বলেন, ‘হরতালের খবর ফেসবুকে শুনেছি, কিন্তু রাস্তায় এসে বাস্তবে অন্য চিত্র দেখলাম। গাড়ি অন্যান্য দিনের মতোই চলাচল করছে।’

ইডেন কলেজের সাফা নামের এক ছাত্রী নীলাচল বাসে যাত্রা করছিলেন। তিনি বলেন, ‘আমরা তো দেখছি গাড়ি ঠিকঠাকভাবেই চলছে। এতবড় হত্যাযজ্ঞ চালিয়ে আবার হরতালের ডাক দেয় এটাই অবাক করার বিষয়।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মৌমিতা ও নীলাচল বাসের দুই চালক জানান, সড়ক ফাঁকা রয়েছে। অন্য দিনগুলোর মতোই তারা যাতায়াত করছেন।

হরতাল ডেকে মাঠে নেই আ’লীগ, যান চলাচল স্বাভাবিক

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ‘হরতালের কোনো দৃশ্য চোখে পড়েনি। আমাদের টিম কাঁচপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় টহল দিচ্ছে।’

বিজ্ঞাপন

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘আমাদের তিনটি টিম মহাসড়কে রাউন্ডে আছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, ‘হরতাল সম্পর্কে আমার জানা নেই। তবে আমরা স্বাভাবিক দিনের মতোই তৎপর রয়েছে।’

মো. আকাশ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।