জাতীয় সংগীত বিকৃত করে টিকটক, যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১১:৩৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

কুড়িগ্রামে জাতীয় সংগীত বিকৃতি ও প্রধান উপদেষ্টাকে কটূক্তি করে টিকটক ভিডিও ছড়ানোর অভিযোগে আলম মিয়া (২৯) নামে এক যুবলীগ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আলম মিয়া নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ওই এলাকার আলেক ঝাণ্ডারের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, পতিত ফ্যাসিস্টের দোসর যুবলীগ সদস্য আলম মিয়া গত ৩-৪ দিন থেকে তার টিকটক আইডিতে জাতীয় সংগীতকে বিকৃতি করে ও প্রধান উপদেষ্টা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উসকানি-কটূক্তিমূলক ভিডিও ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে নাগেশ্বরী পুলিশ অভিযান চালিয়ে ওই উনিয়নের গোপালপুর ঝাণ্ডারের মোড় গ্রামে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন বলেন, যুবলীগ সদস্য আলম মিয়া দেশের বর্তমান পরিস্থিতি ও প্রধান উপদেষ্টা সম্পর্কে কটূক্তি এবং উসকানিমূলক ভিডিও ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিলেন। বিষয়টি নজরে এলে দ্রুত তাকে আইনের আওতায় এনে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।