মুজিবনগরে পেঁয়াজ চাষিদের মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

মেহেরপুরের মুজিবনগরে পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছেন চাষিরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কেদারগঞ্জ বাজারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যখন পেঁয়াজের মৌসুম শুরু হয় ঠিক তখন পেঁয়াজ আমদানি করে সরকার। এর ফলে লোকসানের মুখে পড়েন চাষিরা। এবারও তার ব্যতিক্রম নয়। ভারত থেকে পেঁয়াজ আমদানিতে প্রভাব পড়েছে স্থানীয় বাজারে।

বিজ্ঞাপন

তারা বলেন, মেহেরপুরের শিক্ষিত যুবকরা আসছে কৃষি উদ্যোক্তা হিসেবে। পেঁয়াজের ন্যায্য দাম না পেলে ভাটা পড়বে এসব উদ্যোক্তাদের প্রচেষ্টায়।

বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২-২৪ টাকা দরে। বাজার নিম্নমুখী রয়েছে বলে জানান চাষিরা। এ সময় সড়কে পেঁয়াজ ছিটিয়ে প্রতিবাদ জানান তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আসিফ ইকবাল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।