জমি নিয়ে বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইসহ পাঁচজনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চর ধুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন একই গ্রামের নাজির হাওলাদারের ছেলে মিজানুর রহমান (৪৫), আফতের হাওলাদারের ছেলে সোনামিয়া হাওলাদার (৪৬), আনোয়ার উদ্দিন হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার (৪৮)। আহত বাকি দুজনের নাম জানা যায়নি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে সিরাজ হাওলাদারের সঙ্গে প্রতিবেশি খোকন মফাচ্ছেলের বিরোধ চলে আসছিল। দুপুর ১২টার দিকে বিরোধপূর্ণ জমি দখল নিতে যান খোকন ও তার লোকজন। এতে বাধা দেয় সিরাজ হাওলাদারের পরিবার। এর জেরে লোকজন নিয়ে সিরাজের পরিবারের ওপর হঠাৎ হামলা চালান খোকন।
এসময় সিরাজের ভাই মিনাজুর রহমান, চাচাতো ভাই মাসুদ হাওলাদার ও ফুফাতো ভাই সোনা মিয়া হাওলাদারসহ পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় তিন ভাইকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে জেনেছি জমি নিয়ে বিরোধের জেরে এই হামলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/এএসএম