উপজেলা পরিষদে পাওয়া গেলো দুই বছর আগের ত্রাণ সামগ্রী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

মোংলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্টোর রুম থেকে দুই বছর আগের বিপুল পরিমাণ ত্রাণের খাদ্য সামগ্রী উদ্ধার করেছে জাতীয় নাগরিক কমিটির বাগেরহাটের নেতারা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এসব সামগ্রী ভর্তি বস্তা ও কার্টন উদ্ধার হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, চিড়া, গুড়, স্যালাইন ও বিস্কুট। এছাড়াও শীতের সময়ে বিতরণের কম্বলও উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা পরিষদে পাওয়া গেলো দুই বছর আগের ত্রাণ সামগ্রী

এসময় বাগেরহাট জেলা নাগরিক কমিটির প্রতিনিধি আবু হাসান, মোংলা উপজেলা প্রতিনিধি খায়রুল ইসলাম শুভ, মো. সোহেল ও মো আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, গেল ঘূর্ণিঝড় রিমেলে দুর্গতদের জন্য এসব খাদ্য সামগ্রী সরকারের বরাদ্দ দেওয়া ছিল। সেই সময় তা বণ্টন না করে আত্মসাতের উদ্দেশ্যে গোপন মজুদ করে রাখা হয়েছিল।

উপজেলা পরিষদে পাওয়া গেলো দুই বছর আগের ত্রাণ সামগ্রী

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুর ইসলাম বলেন, ‘আমি খোঁজ খবর নিয়ে দেখছি।’

আবু হোসাইন সুমন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।