ময়মনসিংহে বালুবাহী ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ময়মনসিংহে পৃথক এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ও সন্ধ্যায় ফুলপুর ও ধোবাউড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলপুর পৌরসভার মধ্য গোদারিয়া এলাকার এহসানুল হকের ছেলে আল মবিন (১১) ও ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে লাল মিয়া (৩৫)। মবিন স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো এবং লাল মিয়া ভাঙারি বেচাকেনা করে জীবিকা নির্বাহ করতেন।

বিজ্ঞাপন

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে ফুলপুর পৌর এলাকা থেকে বালুবাহী ট্রাকটি গোদারিয়া গ্রামে যাচ্ছিলো। ১টার দিকে মধ্য গোদারিয়া এলাকায় সড়কের পাশে মবিন সাইকেল চালানো অবস্থায় ট্রাকটি সাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে সাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মবিন। পরে আশপাশের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মারা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ময়মনসিংহে বালুবাহী ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ২

তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদবাজার থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাকটি পৌর এলাকার দিকে যাচ্ছিলো। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রকোনা গ্রামের মানিকের দোকানের সামনে এলে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া লাল মিয়াকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ট্রাকসহ চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

কামরুজ্জামান মিন্টু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।