অভ্যুত্থানের সুযোগ সবক্ষেত্রে কাজে লাগাতে হবে: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতা যে অভ্যুত্থান সংঘটিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিলো তা শুধু রাজনীতিতে নয় শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে কাজে লাগাতে হবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা বিএনপির আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, দেশে একটা ভয়ঙ্কর সময় পার করছি। প্রায় ১৫ বছর একটা পাথর বুকের মধ্যে চেপে ছিলো। সেই পাথর সব প্রতিষ্ঠান ধংস করেছে। ছাত্র-জনতা যে অভ্যুত্থান করে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ করে দিলো তা যেন আমরা গ্রহণ করি।

গণতন্ত্রের বিকল্প নেই মন্তব্য করে তিনি আরও বলেন, নির্বাচনই একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় মো. আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় দলের খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বিরসহ বিএনপির অন্যান্য নেতারা।

তানভীর হাসান তানু/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।