বান্দরবানে ফের ২২ শ্রমিককে অপহরণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

বান্দরবানের লামায় ১৫ দিনের ব্যবধানে ফের ২২ শ্রমিক অপহরণের অভিযোগ উঠেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফাঁসিয়া খালি ইউনিয়নের গয়াল মারা রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে গয়ালমারা রাবার বাগান এলাকায় কাজ করতে যান ২২ শ্রমিক। সেখান থেকে দুপুরে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যান। খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযানে নামে যৌথ বাহিনী।

বিজ্ঞাপন

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, দুপুরে ২২ শ্রমিককে অপহরণের কথা শুনেছি। অপহৃতদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে। এলাকাটিতে মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত বলা যাচ্ছে না।

গত ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউনিয়ন থেকে দুই দফায় ১৪ জন শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর অভিযানে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

নয়ন চক্রবর্তী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।