আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চেইন অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার (১৬ জানুয়ারি) সকালে আশুলিয়ার বিশমাইল-জিরাবো সড়কের আমতলা এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, কারখানটিতে মাসের প্রথম সপ্তাহে বেতন প্রদানের কথা থাকলেও গত মাসের বেতন এখন পর্যন্ত পরিশোধ করেনি। বেতন পরিশোধ না করায় গত ৯ তারিখ থেকে আন্দোলন করছে শ্রমিকরা। সকালে ওই কারখানার শ্রমিকরা কাজে গিয়ে কারখানা বন্ধ দেখতে পায়। পরে শ্রমিকরা কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

কারখানার শ্রমিক শহিদুল ইসলাম বলেন, গত মাস ও চলতি মাসের বেতন পাবো। গত মাসের বেতন মাসের প্রথম সপ্তাহে দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ বেতন পরিশোধে টালবাহানা করছেন। বেতন পরিশোধ না করে উল্টো কারখানাটি বন্ধ করে মালিকপক্ষ।

এ ব্যাপারে কারখানাটির মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং ডিরেক্টর মো. তারেকুল ইসলাম বলেন, আমরা অতিতে শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধ করেছি। ডিসেম্বর মাসের বেতন মালিক বিভিন্নভাবে সংগ্রহ করে পরিশোধ করেছেন। বর্তমানে আমরা ব্যাংক সুবিধা পাচ্ছি না। সরকার পতনের পর বর্তমান পরিস্থিতি অনুযায়ী ব্যাংক আমাদের সুবিধা দিচ্ছে না। ফলে বেতন পরিশোধে বিলম্ব হয়েছে। তবে শীঘ্রই শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।

এ ব্যাপারে শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, সকাল থেকে শ্রমিকরা সড়কটি অবরোধ করে বসে ছিল। ঘটনাস্থলে শিল্পপুলিশের টিম গিয়ে চারঘণ্টা পর শ্রমিকদের সড়ক থেকে তুলে দেওয়া হয়। আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মালিক দেশের বাইরে রয়েছেন। আমরা বিজিএমইএতেও খবর দিয়েছি। শ্রমিকদের যৌক্তিক দাবি সমাধানের চেষ্টা করছি আমরা।

মাহফুজুর রহমান নিপু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।