হিলি সীমান্তে বিএসএফের বাধায় রেল ব্রিজের সংস্কার কাজ বন্ধ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধায় রেল ব্রিজের সংস্কার কাজ বন্ধ রয়েছে।

গেলো ১০ ফেব্রুয়ারি সীমান্তের মেইন পিলার ২৮৫/ সাব পিলার ১৮/৫ পিলারের কাছে রেলের ব্রিজের নিচের পাথরের সংস্কারের কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। কাজ শুরুর পরই বিএসএফ সংস্কারের কাজে বাধা প্রদান করে।

বিজ্ঞাপন

পরে বিষয়টি নিয়ে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় দেশের মধ্যে বৈঠকে কোনো সিদ্ধান্ত না আসায় ৬ দিন ধরে সংস্কার কাজ বন্ধ রয়েছে।

বিষয়টি নিয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক হিলি রেলওয়ের একজন কর্মচারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা সীমান্তের কাছে দিনাজপুর-ঢাকা রেলওয়ে ব্রিজের নিচে পাথর সংস্কারের কাজ করতে গিয়েছিলাম। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সংস্কার কাজে বাধা প্রদান করে। গতকাল দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পরও কোনো প্রকার সিদ্ধান্ত না আসায় আপাতত কাজ বন্ধ রয়েছে।

মো. মাহাবুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।