জেলে ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় যুবক আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ১২:৪০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

কক্সবাজারের টেকনাফে জেলে ছদ্মবেশে মাদক পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

আটক যুবক টেকনাফ নয়াপাড়ার মো. নূর কবিরের ছেলে মো. নূর মোস্তফা (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় চোরাকারবারীরা মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে নিয়ে আসতে পারে। উক্ত তথ্যে খারাংখালী বিওপির একটি টহল দল মোস্তাকের ঘের এলাকায় অবস্থান নেয়। এসময় মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশি জেলের ছদ্মবেশে নৌকায় অপেক্ষারত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ শেষে মিয়ানমারে চলে যায়। পরে বিজিবির নৌ টহল দল ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করলে নৌকা নিয়ে তীরে এসে কেওড়া বাগানের ভেতর আত্মগোপন করেন।

এসময় আগে থেকে নদীর ধারে অবস্থানরত বিজিবি টহল দল চারদিক থেকে সন্দেহভাজন যুবককে ঘেরাও করে তাকে কারেন্ট জালসহ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে কারেন্ট জালের ভেতর থেকে বিশেষভাবে মোড়ানো ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আটক যুবককে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জাহাঙ্গীর আলম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।