ভোলায় ৩ কার্গোসহ শতাধিক নৌকাডুবি : নিখোঁজ ৮


প্রকাশিত: ০৮:৪৪ এএম, ২১ মে ২০১৬

ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় ঘূর্ণিঝড় রোয়ানুর তাণ্ডবে একটি পাথর বোঝাই এবং দুইটি বালু বোঝাই কার্গো জাহাজসহ মেঘনা নদীর পাড়ে অবস্থানকৃত শতাধিক নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ৮ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

এদিকে, তজুমদ্দিনে ঘরের চালে গাছ পড়ে নিহত হয়েছেন দুইজন। তারা হলেন- রেখা ( ২০) ও আকরাম ( ৯)।

লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাসেম জানান, ফাতেমাবাদ এলাকার বাঁধ ধসে ৫ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ঢালচর কুকরীমুকরী, জেলা সদরের মাঝের চর, কাচিয়ার চর ৪ ফুট পানিতে প্লাবিত হয়েছে। ভোলার মরেুদ্দিন, খায়েরহাটম উদয়পুর রাস্তার মাথায় গাছ পড়ে থাকায় জেলার প্রধান সড়কে সারাদিন বাস চলাচল বন্ধ ছিল।

রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক আজিজুল ইসলাম জানান, ভোলা সদরের কাচিয়া, বাপ্তা, ইলিশা এলাকায়  ২শতাধিক ঘর বিধস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছন্ন হয়ে পড়েছে।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন জানান, চরাঞ্চলের লোকজনকে নিরাপদে আনা হয়েছে। এদিকে, জেলাব্যাপী ঝড়ের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন জানান, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ওই সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।

ভিডিও:


অমিতাভ অপু/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।