মানিকগঞ্জে গরু দৌড় প্রতিযোগিতা

কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা। এই ঐতিহ্য ফিরিয়ে আনতে মানিকগঞ্জে গরু দৌড় প্রতিযোগিতা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার হাটিপাড়ায় এ প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয় প্রগতি সম্মেলনী ক্লাবের সদস্যরা।
প্রতিযোগিতায় মানিকগঞ্জ জেলাসহ আশপাশের এলাকা থেকে নানাস আকার ও রঙের ২০টি গরু নিয়ে এসেছিলেন প্রতিযোগীরা। কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।
গরু দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে সেখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ। বিলুপ্ত প্রায় এই খেলা দেখে আনন্দিত হাজার হাজার দর্শক।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অধিকার করেন সাড়ারিয়া গ্রামের মো. আজমত বেপারীর পাগলা গরু। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় নগদ ৫ হাজার টাকা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রগতি সম্মেলনী ক্লাবের সভাপতি আলম খান বাবুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল আলম বাবুল মিয়া, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবীবুর রহমান, প্রগতি সম্মেলনী ক্লাবের সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস পাবেল, কুয়েত প্রবাসী মো. মজনু মিয়া প্রমুখ।
মো. সজল আলী/জেডএইচ/এএসএম