রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কা, নিহত নারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ট্রেনের ধাক্কায় মরিয়ম আক্তার তারিন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বনমালা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত তারিন টঙ্গীর বনমাল এলাকার আলামিন জাফরুলের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৯টার দিকে বনমালা রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুত্বর আহত হন তারিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ট্রেনের ধাক্কায় এক নারী মারা গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।