অপারেশন ডেভিল হান্ট: জাতীয় পার্টির নেতাসহ গ্রেফতার ২

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপারেশন ডেভিল হান্টে জাতীয় পার্টির এক নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযানকালে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন বন্দর থানা জাতীয় পার্টির সহ-সভাপতি আখি নূর চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে ছাত্রলীগের সক্রিয় সদস্য রাব্বি (২৩)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাধ্যমে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তারা দুজনই মামলার এজহারভুক্ত আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে।

মো. আকাশ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।