মসজিদে মিষ্টি খেয়ে হাসপাতালে ১২ জন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শবে বরাতের নামাজ ও মিলাদ শেষে মসজিদে দেওয়া মিষ্টি খেয়ে শিশু-বৃদ্ধসহ অন্তত ১৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। এরমধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বহরপুর উত্তরপাড়া জামে মসজিদে এসব মিষ্টি বিতরণ করা হয়।
অসুস্থদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৪ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অসুস্থ মুসল্লিরা অভিযোগ করেন, শবে বরাতের নামাজ শেষে তারা মুসল্লিদের জন্য জিলাপি প্যাকেট করছিলেন। এসময় মসজিদ কমিটি তাদেরকে চমচম মিষ্টি খেতে দেয়। মিষ্টি খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন। তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
অসুস্থ মুসল্লিদের স্বজনদের কয়েকজন বলেন, মিষ্টির মধ্যে হয়তো কোনো সমস্যা আছে। মিষ্টি খাওয়ার পরেই এলাকার প্রায় ১৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পর ৪ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যারা এই কাজ করেছে তাদের বিচার হওয়া প্রয়োজন।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, এ ঘটনায় হাসপাতালে মোট ১২ জনকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৪ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে ৭-৮ বছর বয়সী একটি শিশুর অবস্থা কিছুটা খারাপ। তবে রাজবাড়ীতে যারা ভর্তি আছেন সবার চিকিৎসা চলছে এবং সবাই ভালো আছে।
তিনি আরও বলেন, এই মিষ্টিতে হয়তো এমন কিছু ছিল যা খাওয়ার পর ব্রেনের উপর প্রভাব পড়েছে। যে কারণে ব্রেন ঠিকমতো কাজ করেনি। মূল কারণ জানতে অবশিষ্ঠ মিষ্টি সংরক্ষণ করে পরীক্ষা-নীরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।
রুবেলুর রহমান/এফএ/এমএস