চাঁপাইনবাবগঞ্জে শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাজা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি পালন করে।

জানাজা শেষে নবাবগঞ্জ সরকারি কলেজে শহীদ মিনার চত্বর থেকে আওয়ামী সন্ত্রাসীদের বিচার ও সংগঠন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে মিলিত হয়।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সদস্য আসিফ নেহেল, জেলা কমিটির আহ্বায়ক আব্দুর রাহিম, যুগ্ম-আহ্বায়ক মাহিদুর রাহমান প্রমুখ। এ সময় বক্তারা আবুল কাশেমের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এর আগে ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের ওপর হামলায় আবুল কাশেমসহ ১৭ জন আহত হন। পরে কাশেমসহ গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কাশেমের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোহান মাহমুদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।