ব্রাহ্মণবাড়িয়া
প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা যুবলীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শেখ হাফিজুর রহমান নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার মালাই গ্রাম থেকে তাকে আটক করে গণধোলাই দেয় গ্রামবাসী।
শেখ হাফিজুর রহমান উপজেলা যুবলীগের সহ-সভাপতি। তিনি উপজেলার বাঙ্গরা ইউনিয়নের মলাই গ্রামের বাসিন্দা।
আবু কাউসার নামে স্থানীয় এক যুবদল নেতা জানান, গভীর রাতে একই গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা উপজেলা যুবলীগের সহ-সভাপতিকে আটক করে। পরে তাকে গণধোলাই দিলে কোনো এক ফাঁকে তিনি পালিয়ে যান।
ওই গ্রামের সাবেক মেম্বার সোলায়মান জানান, রাত আড়াইটার দিকে গ্রামবাসী ফোন করে যুবলীগ নেতা আটকের বিষয়টি জানায়। আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগে তিনি পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দা ওয়াহিদ মিয়া বলেন, গ্রামে মাহফিল চলছিল মধ্যরাত পর্যন্ত। এ অবস্থায় খবর আসে যুবলীগ নেতা শেখ হাফিজকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে। মাহফিল থেকে সবাই সেখানে যায়।
এ সম্পর্কে জানতে যুবলীগ সভাপতি শেখ হাফিজুর রহমানের মুঠোফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ননবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, থানায় কেউ বিষয়টি অবগত করেনি।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম