ফুল বিক্রি কম, হতাশ ব্যবসায়ীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

বসন্তবরণ উৎসব এবং ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফুল মজুত করেছেন রাজবাড়ীর ফুল ব্যবসায়ীরা। এরমধ্যে সব চেয়ে বেশি মজুত হয়েছে গোলাপ ফুল।

স্থানীয়ভাবে রাজবাড়ী জেলায় কোনো ফুল চাষ না হওয়ায় যশোর, কালিগঞ্জসহ কয়েকটি স্থান থেকে ফুল আনা হয়।

বিজ্ঞাপন

তবে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ছুটির দিন এবং পবিত্র শবে বরাত হওয়ায় এবার তেমন ফুল বিক্রি হয়নি। বিক্রেতারা দাবি করছেন, এবার অন্যান্য বছরের চেয়ে ফুলের দাম কিছুটা কম। রাজবাড়ী জেলা শহরের বড়পুল ও পান্না চত্বর এলাকায় গিয়ে দেখা যায়, প্রকার ভেদে প্রতি পিস গোলাপ ৩০ থেকে সর্বোচ্চ ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

জেলা শহরে রাজবাড়ী ফুল সেন্টার, নুপুর ফুল সেন্টার, রাজবাড়ী ফুল ঘর, বিধি ফুল ঘরসহ বেশ কয়েকটি ফুলের দোকান রয়েছে। এসব দোকানের ব্যবসায়ীরা বসন্ত উৎসব ও ভালবাসা দিবসকে কেন্দ্র করে ৫০ হাজার থেকে প্রায় দেড় লাখ টাকার ফুল আমদানি করেছেন। প্রতিটি দোকানে কয়েক রঙের গোলাপের পাশাপাশি জারবারা, রজনিগন্ধাসহ বিভিন্ন ধরনের ফুল আনা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফুল বিক্রি কম, হতাশ ব্যবসায়ীরা

ক্রেতা সাইদুল, হালিমসহ কয়েকজন বলেন, বিশেষ দিনে প্রিয়জনকে ফুল দেওয়ার মধ্যে বাড়তি আনন্দ কাজ করে। তাই প্রিয়জনের জন্য ফুল কিনতে এসেছি।

নুপুর ফুল সেন্টারের মালিক হাবিবুর রহমান হাবিব বলেন, এবছর ৭০ হাজার টাকার ফুল সংগ্রহ করেছি। কিন্তু বিক্রি কম। গতকাল থেকে আজ দুপর পর্যন্ত ২০-২২ হাজার টাকার ফুল বিক্রি হয়েছে। এবার ফুলের দামও কম। প্রতি পিস গোলাপ প্রকারভেদে ৩০-১০০ টাকায় বিক্রি করছি। স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি শবে বরাত হওয়ায় এবার বিক্রি কম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজবাড়ী ফুল সেন্টারের মালিক কালাম মন্ডল বলেন, বসন্ত উৎসব ও ভালবাসা দিবস উপলক্ষে তিনি এক লাখ ২০ হাজার টাকার ফুল এনেছেন। তার কাছে লাল, হলুদ, সাদাসহ কয়েক ধরনের গোলাপ এবং অন্যান্য ফুল আছে।

রুবেলুর রহমান/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।