রোয়ানু : সীতাকুণ্ডে গাছ চাপায় মা-ছেলে নিহত


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২১ মে ২০১৬

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কারণে উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে চলছে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া। প্রচন্ড ঝড়ে সীতাকুণ্ডে ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে মা-ছেলে নিহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরের কালাপানিয়া পাহাড়ের লোকমান কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত মা-ছেলে হলেন, কলোনির বাসিন্দা রফিকের স্ত্রী কাজল বেগম (৫০) ও ছেলে বেলাল প্রকাশ আবু (১০)।

সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হারুন পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ চট্টগ্রাম বন্দর থেকে ৩৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে। শনিবার বিকেলের মধ্যে উপকূলীয় অঞ্চলে এটি আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

জীবন মুছা/আরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।