কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় জসিম উদ্দিন চৌধুরী নিলয় (৪০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি ছিলেন। তার বাড়ি গুণবতী ইউনিয়নের দশবাহ গ্রামে। তিনি গ্রামে মৃত আবদুল খালেকের ছেলে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান মিনু জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জসিম বাইক নিয়ে পদুয়া যাওয়ার পথে ঘটনাস্থলে বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, অজ্ঞাত বাসের ধাক্কায় জসিম উদ্দিন নিলয় আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।