রোয়ানু : ভোলায় নিহত ২, যোগাযোগ বিচ্ছিন্ন


প্রকাশিত: ০৩:১২ এএম, ২১ মে ২০১৬

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ভোলার তজুমুদ্দিনে ঘরচাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। এছাড়া প্রচণ্ড ঝড়ে অসংখ্য গাছ ভেঙে পড়ায় সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

নিহতরা হলেন, রেখা (১৮) ও রহিম (৯)।

স্থানীয়রা জানান, শনিবার ভোর পৌনে ৪টা থেকে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।

এদিকে, লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ এলাকায় বাঁধ ধ্বসে ৫ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও জেলার কাঁচিয়া, মাঝির চর, মদনপুর, চর জহিরুদ্দিন, কুকরি-মুকরি, ঢালচর ও চর পাতিলা এলাকা ৩ থেকে ৪ ফুট পানিতে তলিয়ে হয়েছে।

অমিতাভ অপু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।