শরীরে স্যাটেলাইট লাগিয়ে সাগরে ছাড়া হলো ৪ কাছিম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৯:৩২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে গবেষণার উদ্দেশ্যে চারটি সামুদ্রিক মা কাছিমের শরীরে স্যাটেলাইট স্থাপন করে অবমুক্ত করা হয়েছে।

সোম ও মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কোডেক নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের উদ্যোগে টেকনাফ বাহারছড়া উত্তর শীলখালী সমুদ্র সৈকতে কাছিমগুলো অবমুক্ত করা হয়।

প্রকল্প পরিচালক ড. শীতল কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সামুদ্রিক কাছিমের জীবনাচরণ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের লক্ষ্যে মঙ্গলবার ও সোমবার দুটি করে কাছিমের গায়ে স্যাটেলাইট স্থাপন করা হয়। এই কাজে আইইউসিএন কারিগরি সহযোগিতা করেছে।

জানা যায়, সামুদ্রিক মা কাছিমগুলো প্রতিবছর প্রজনন মৌসুমে সমুদ্রসৈকতে ডিম ছাড়তে আসে। এর মধ্যে দুইদিনে চারটি মা কাছিম গবেষণার উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়। সেগুলোতে স্যাটেলাইট স্থাপন করে সমুদ্রসৈকতে অবমুক্ত করা হয়। এর আগেও গত বছর একইভাবে গবেষণার উদ্দেশ্যে মা কাছিম সংরক্ষণ করা হয়েছিল।

২০২০ সাল থেকে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। টেকনাফ থেকে মাদার বুনিয়া পর্যন্ত সমুদ্রের চরে ৫টি হ্যাচারির মাধ্যমে কাছিম সংরক্ষণের কাজ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় সামুদ্রিক কাছিমের জীবনাচরণ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের জন্য কাছিমের শরীরে স্যাটেলাইট স্থাপন করা হয়।

জাহাঙ্গীর আলম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।