আ’লীগ নেতাকে ছাড়াতে থানায় গিয়ে পুলিশ পেটালেন স্বেচ্ছাসেবকদল নেতা

নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে ক্ষিপ্ত হয়ে পুলিশকে মারধর করার অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে শিবপুর থানায় এ ঘটনা ঘটে।
পরে পুলিশের উপর হামলার অভিযোগে আবিদ হাসান জজ মিয়া নামের ওই স্বেচ্ছাসেবকদল নেতাকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, অপারেশন ডেবিল হান্টের আওতায় শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে আটক করে পুলিশ। খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়াতে থানায় যান জজ মিয়া। থানায় উপস্থিত হয়ে হাজতখানায় নাদিমের সঙ্গে দেখা করতে চান তিনি। এসময় কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দেন। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে সবুজ মিয়াকে মারধর করেন। থানায় উপস্থিত পুলিশ সদস্যরা হাজত খানার সামনে থেকে আহত অবস্থায় সবুজ মিয়াকে উদ্ধার করেন।
থানা সূত্র আরও জানায়, পুলিশ সদস্যরা ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরও উত্তেজিত হয়ে পড়েন। এসময় তাকে বলতে থাকেন, এই থানায় চাকরি করলে তাকে চিনতে হবে। তার কথা শুনতে হবে। তা না হলে এখানে চাকরি করা যাবে না। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এ ঘটনায় আহত সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলার প্রস্ততি নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, আটক জজ মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য সচিব হওয়ার পর তার দৌরাত্ম্য আরও বেড়ে যায়। হত্যা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। এর আগে জজ মিয়া নরসিংদী ও ভৈরবে মাদক মামলায় গ্রেফতার হয়ে জেলে ছিলেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে আহত কনস্টেবল মামলার প্রস্তুতি নিচ্ছেন।
সঞ্জিত সাহা/এফএ/এমএস