ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৪:১১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

জন্মের পর থেকে প্রতিবন্ধী মোকলেছুর রহমান (১৬)। এর মধ্যে তার মাথায় ধরা পড়েছে মরণব্যাধি ব্রেন টিউমার। তার অপারেশনের খরচ যোগাতে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা।

মোকলেছুর রহমান লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি গ্রামের মিলনবাজার এলাকার দিনমজুর আশরাফ আলীর ছেলে। জন্মগতভাবে ডান হাত ও পায়ের শক্তি নেই।

বিজ্ঞাপন

এরার ১৫ বছর বয়সে তার মাথায় ফোঁড়া দেখা দেয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে ধরা পড়ে ব্রেন টিউমার। ছেলে চিকিৎসা খরচ চালাতে সর্বস্ব শেষ করেছেন দিনমজুর আশরাফ আলী।

ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাকে দ্রুত অপারেশনের পরামর্শ দেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্রেইন ও নিউরোসার্জন বিশেষজ্ঞ ডাক্তার রুহুল আমিন। এতে অনেক টাকার প্রয়োজন। দিনমজুর বাবার পক্ষে এত টাকা বহন করা সম্ভব নয়।

এ বিষয়ে আশরাফ আলী বলেন, মোকলেছুর রহমানের অপারেশনে ৮-১০ লাখ টাকা লাগবে। আমি গরিব মানুষ এত টাকা কই পাবো। তাই দেশ-বিদেশের বিত্তশালীদের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে বড়খাতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, আশরাফ আলীর ছেলের চিকিৎসার জন্য সবাই এগিয়ে আসুন। আপনাদের সহযোগিতায় বেঁচে যেতে তা পারে তার একমাত্র সন্তান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিউল হাসান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।