পরকীয়া নিয়ে জিজ্ঞেস করায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০২:০৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর বিরুদ্ধে সাথি খাতুন (২২) নামের এক গৃহবধূকে লাঠি দিয়ে পিটিয়ে ও ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থান কেটে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের করাতকান্দি গ্রামের স্বামীর বাড়ি থেকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

সাথী খাতুন ওই গ্রামের ইটভাটা শ্রমিক মো. সীমান্তের (৩০) স্ত্রী ও একই ইউনিয়নের মালিয়াট গ্রামের মনছুর শেখের মেয়ে।

বিজ্ঞাপন

স্বজনদের দাবি, পরকীয়া প্রেমের বিষয়ে জিজ্ঞেস করায় স্বামী সীমান্ত সাথী খাতুনকে রাতভর পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে হত্যা করেছেন। পরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানান, প্রায় আট বছর আগে করাতকান্দি গ্রামের মতিয়ার শেখের ছেলে সীমান্তের সঙ্গে সাথি খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। এই দম্পতির নাহিদ নামের ছয় বছর বয়সী ও আফসানা নামের চার মাস বয়সী দুটি সন্তান রয়েছে। প্রায় এক বছর আগে সীমান্ত তার খালাতো বোনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। পারিবারিকভাবে একাধিকবার সালিশি বৈঠকও হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তারা আরও জানান, প্রায় সাতদিন আগে পরকীয়া প্রেমিকাকে ছেড়ে দেওয়ার জন্য সীমান্তকে ৯০ হাজার টাকা দেন শ্বশুর মনছুর। এরপরও রোববার পরকীয়া প্রেমিকাকে নিয়ে দিনভর ঘুরাফেরা করেন সীমান্ত। রাতে সাথি খাতুন তার স্বামীর কাছে প্রেমিকাকে নিয়ে ঘুরাঘুরির বিষয়টি জানতে চান। তখন সীমান্ত তার স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে ও ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থান কেটে হত্যা করেন। পরে সাথির গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, কুমারখালী থানা চত্বরে ভ্যানের ওপর রাখা হয়েছে সাথীর প্যাকেট করা মরদেহ। ভ্যান ঘিরে স্বজনরা আহাজারি করছেন।

এসময় সাথী খাতুনের ছেলে নাহিদকে বলতে শোনা যায়, ‘মাকে আমার বাবা লাঠি দিয়ে মারেছে। ব্লেড দিয়ে হা-পা কাটেছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাথির বড় ভাই সবুজ বলেন, ‘খালাতো বোনের সঙ্গে সীমান্তের পরকীয়া প্রেম ছিল। একাধিকবার সালিশ হয়েছে এ নিয়ে। গত সপ্তাহে ৯০ হাজার টাকাও দিয়েছি মিটমাটের জন্য। তবুও রোববার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়েছিল। সে খবর জানতে গেলে সীমান্ত আমার বোনকে পিটিয়ে ও ব্লেড দিয়ে কেটে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছে। আমি অপরাধীদের উপযুক্ত শাস্তি চাই। থানায় মামলা করবো।’

সীমান্তের বাড়ি গিয়ে স্বজন ও উৎসুক জনতার ভিড় দেখা গেছে। তবে সীমান্তসহ তার বাবা মাকে পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্যও পাওয়া যায়নি।

নিহত সাথীর শরীরের একাধিক স্থানে আঘাতের ক্ষত রয়েছে বলে জানিয়েছেন কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস। তিনি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

আল-মামুন সাগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।