৬৫ দিনের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ


প্রকাশিত: ১২:১৫ পিএম, ২০ মে ২০১৬

বঙ্গোপসাগরে মাছের সুষ্ঠু প্রজনন ও মৎস্য সম্পদ সংরক্ষণে আজ ২০ মে (শুক্রবার) থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য সকল মৎস্য সম্পদ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মৎস্য অধিদফতর এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলেছে, আজ থেকে ৬৫ দিন পর্যন্ত বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক বিশাল অর্থনৈতিক এলাকায় মাছের সুষ্ঠু প্রজনন ও সৎস্য সম্পদ সংরক্ষণে চিংড়ি, লবস্টারসহ সকল প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।

এই সময়ের মধ্যে সকল প্রকার ফিশিং ট্রলারসহ অন্যান্য যান্ত্রিক নৌযান বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলসহ গভীর সমুদ্রে যেতে পারবে না। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ ও তদাধীনে প্রণীত বিধিমালা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শওকত আলী বাবু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।