শিক্ষার্থীদের দেওয়া তথ্যে সাবেক এমপি চয়নকে গ্রেফতার করলো পুলিশ

সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ভবনের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন চয়ন ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১১টার পর ওই বহুতল বাড়ি ঘেরাও করে পুলিশ।
- আরও পড়ুন
‘অপারেশন ডেভিল হান্ট’: সারাদেশে গ্রেফতার ১৩০৮
গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
পরে বাড়ির একই বাউন্ডারির চারটি ভবনের একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের সাবেক এ সংসদ সদস্যকে গ্রেফতার করে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। ওই বাড়িতে আরও কোনো আসামি থাকতে পারে এমন সন্দেহে ফের অভিযান শুরু করে পুলিশ।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
মো. আমিনুল ইসলাম/কেএসআর