ভারতকে আওয়ামী লীগের ট্রমা থেকে বেরিয়ে আসতে হবে: এবি পার্টি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

ভারত-বিজেপির রাজনীতি বাংলাদেশকে বিপদে ফেলার মতো অবস্থায় নেই বলে উল্লেখ করেছেন ‘আমার বাংলাদেশ’-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, ভারতের আওয়ামী লীগ ও শেখ পরিবারকে তোষণ করার যে নীতি, তা ভুল প্রমাণিত হয়েছে। ভারতের সঙ্গে আমাদের স্থায়ী শত্রুতার কোনো জায়গা নেই। আলোচনার টেবিলে সমাধান করা যাবে না এমন কোনো সমস্যা নেই।

বিজ্ঞাপন

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে এবি পার্টি আয়োজিত সমাবেশের আগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশ-ভারতের দুই দিকের নদীকে বাঁচানো যাবে এমন পানি গঙ্গায় আছে। কিন্তু দরকার হচ্ছে আন্তরিকতার সঙ্গে ব্যবস্থাপনা করা। তবে ভারতকে আওয়ামী লীগের ট্রমা থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের সঙ্গে মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক গড়তে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। কিন্তু বিএনপির সমালোচনা করা, বিএনপির বাইরেও বড় রাজনৈতিক কাঠামো থাকা দরকার। যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য সরকারের সমালোচনা করবে। এই গণতন্ত্র না থাকলে বাংলাদেশে সংসদ কার্যকর থাকবে না, রাষ্ট্র থাকবে না।

সংবাদ সম্মেলনে এবি পার্টির সাংগঠনিক সম্পাদক ও জেলা আহ্বায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, জামালপুর পৌর এবি পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুল উপস্থিত ছিলেন।

জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।