ইজতেমায় এসেও আখেরি মোনাজাত করা হলো না আনিসের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩
কল্যাণ কামনায় আল্লাহর দরবারে হাত তোলেন মুসল্লিরা

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আসা আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম মো. আনিস (৭১)।

রোববার (১৫ জানুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ইজতেমা ময়দানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। এ নিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আট মুসল্লির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নেন হাজারো নারী

আনিস ঢাকা বংশালের ১১২ কাজী আলাউদ্দিন রোড এলাকার বাসিন্দা। শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ইজতেমার কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা স্বাস্থ্য পরিদর্শক মৃত্যুঞ্জয় আচার্য তার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে ৮৩০ জন এবং ছয়টি ক্যাম্পের মাধ্যমে ৫ হাজার ৯৬২ জন অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বর্তমানে ওই হাসপাতালে ২১ জন ভর্তি আছেন এবং ১১ জনকে রেফার করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জাগো নিউজকে বলেন, প্রথম পর্বের মতো ইজতেমার দ্বিতীয় পর্বেও স্বাস্থ্যসেবা দেওয়া হবে।

চার দিন বিরতির পর ২০ জানুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৬তম আসরের বিশ্ব ইজতেমার পরিসমাপ্তি ঘটবে।

আরও পড়ুন: গণপরিবহন সংকটে ট্রাক-পিকআপে বাড়ি ফিরছেন মুসল্লিরা

মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।