জাবিতে পৌষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আমরণ গণ-অনশন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে আমৃত্যু অনশনে বসেছেন কয়েকজন শিক্ষার্থী।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ কর্মসূচি শুরু করে।

বিজ্ঞাপন

অনশনকারী শিক্ষার্থীরা জানার, দীর্ঘদিন ধরে অযৌক্তিক পোষ্য কোটা বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে আমলে নিচ্ছে না। ফলে তারা অনশন শুরু করেছেন।

এসময় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নাদিয়া রহমান বলেন, ২৪-এ কোটা সংস্কারের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, সেটি ছিল কোটার যৌক্তিক সংস্কারের আন্দোলন। আমরা সব অযৌক্তিক কোটার বিলুপ্তি চেয়েছিলাম। কোটা বাতিল না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনশনকারী নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আজও পোষ্য কোটা রয়েছে। যার কারণে অনেক মেধাবী অধিক নম্বর পেয়েও ভর্তির সুযোগ পাচ্ছে না। অভ্যুত্থান–পরবর্তী সময়ে পোষ্য কোটার কোনো যৌক্তিকতা নেই। যতক্ষণ না অযৌক্তিক পোষ্য কোটা বাতিল হয়, ততক্ষণ এখানে অবস্থান করব।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্য সচিব তৌহিদ সিয়াম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখনো অযৌক্তিক পোষ্য কোটা বিদ্যমান। আমরা দীর্ঘদিন ধরে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবি জানিয়ে আসছি। যেহেতু এ কোটার কোনো যৌক্তিকতা নেই, সেহেতু এটি সংস্কারের প্রয়োজন আছে বলে মনে করি না। দীর্ঘ আন্দোলনের পর আমরা আমরণ গণ–অনশন কর্মসূচি পালন করছি।

সৈকত ইসলাম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।