জাকসুর তফসিল ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে 'জাকসুর পক্ষে জাহাঙ্গীরনগর'র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে যান।
এসময় শিক্ষার্থীদের ‘জাকসু নিয়ে বাহানা, মানি না মানবো না’, ‘আজকেই তফসিল ঘোষণা, করো করতে হবে’, ‘অছাত্রদের ঠিকানা, জাহাঙ্গীরনগরে হবে না’, ‘অচল জাকসু সচল করো, করতে হবে করতে হবে’, ‘অছাত্রদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘জাকসু নিয়ে ষড়যন্ত্র মানি না মানব না’, ‘দালালদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘প্রশাসনের তালবাহানা মানি না মানবো না’ স্লোগান দিতে দেখা যায়।
এসময় তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু তফসিল ছাড়া স্থানত্যাগ না করার ঘোষণা দেন।
শিক্ষার্থী শহিদুজ্জামান সরকার বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের জায়গা নিয়েছে ছাত্রদল। আমরা চাই প্রশাসন যাতে অছাত্রদের কথায় কর্ণপাত না করে।
৪৮ ব্যাচের শিক্ষার্থী মেহের আফরোজ শাওলি বলেন, তফসিল ঘোষণার আগে কেউ সরবো না৷
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসন লিমন বলেন, বিগত সরকারের আমলে দলীয় ছাত্র সংগঠনকে সুবিধা দিতে গিয়ে জাকসু হয়নি। এবারো যদি না হয় তাহলে অধিকার আদায়ের সংগ্রামে শিক্ষার্থীরা আগে যেভাবে পড়ার টেবিল থেকে উঠে এসেছে আবারও আসবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানাই, আপনারা শিক্ষার্থীদের প্রাণের দাবি কার্যকর করুন।
সৈকত ইসলাম/এএইচ/জেআইএম