জাবিতে শিক্ষা ও প্রশাসনিক কাজে অটোমেশনের রোডম্যাপ ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫

শিক্ষা ও প্রশাসনিক সার্ভিস পেতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী-শিক্ষকদের দুর্ভোগ লাঘবে অটোমেশনের একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।

অটোমেশন সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সভাপতি ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ রোডম্যাপ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সভায় চারটি স্বনামখ্যাত প্রফেশনাল সফটওয়্যার কোম্পানির প্রস্তাবনা ও পরামর্শ বিবেচনায় এ রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, অধ্যাপক ড. মো. এমদাদুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সৈকত ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।