ভর্তি পরীক্ষা

জবিতে ছাত্রদল, শিবিরের ব্যতিক্রমী সহায়তা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ই ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ই-ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ফিরে এলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ইসলামি ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী সহায়তা প্রদানের ব্যবস্থা করে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হেল্প ডেস্ক বসিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা করেন তারা।

বিজ্ঞাপন

দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ফাইল, কলম, স্কেল,পানি বিতরণ করা হচ্ছে। সরঞ্জাম বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের পরীক্ষার হল খুঁজে দিতে নেতাকর্মীদের সহযোগিতা করতে দেখা যায়।

জবিতে ছাত্রদল, শিবিরের ব্যতিক্রমী সহায়তা কার্যক্রম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামি ছাত্রশিবিরকে দেখা যায় হেল্প ডেস্কে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে সহযোগিতা করতে। এতে বিভিন্ন ধরনের ওষুধ, পানি, কলম বিতরণ করেন তারা। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলামকে দেখা যায় বিভিন্ন শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র খুঁজে দিতে ছুটোছুটি করছেন।

ভর্তি পরীক্ষা দিতে আসা তাসিন নামের এক শিক্ষার্থী বলেন, বাইরে অনেকে আমাদের সহযোগিতা করেছেন। কেউ কেউ এসে কলম ফাইল দিয়ে গেছেন। এটা আমাদের জন্য উপকার হয়েছে। আমাদের পরীক্ষা দিতে এসে তেমন কোনো অসুবিধা হয়নি বরং অনেক সহযোগিতা পেয়েছি।

আরএএস/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।