দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে জবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫
দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল করেন তারা।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ সহ বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করেন। শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনে আমরা রক্ত দিয়েছি সন্ত্রাসী ছাত্রলীগকে রুখে দিতে। সেখানে যদি নতুন কোনো দলের লোকেরা নতুনভাবে শিক্ষার্থীদের অধিকারের ওপর আঘাত করে তাহলে আমরা তা আর মেনে নিব না।

তারা আরও বলেন, ক্যাম্পাসে আমরা পড়াশোনার শান্তিপূর্ণ পরিবেশ চাই। কেউ যদি সেটি নষ্ট করতে চায় তাহলে তাকে কঠোর জবাব দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এর আগে, গতকাল রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী অনিক কুমার দাশের নেতৃত্বে শিক্ষার্থীদের শহীদ মিনারে জুতা নিয়ে ওঠাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ১৭ তম ব্যাচের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। এতে ১৭ তম ব্যাচের আকাশ নামে এক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

আরএএস/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।