বাকৃবিতে বৈষম্যের অভিযোগে ডিন অফিসে তালা
![বাকৃবিতে বৈষম্যের অভিযোগে ডিন অফিসে তালা](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/bau-2-20250129220215.jpg)
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীন ফুড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ক্লাসরুম সংকট, প্রজেক্টর নষ্ট, ওয়াশরুমের দুরবস্থাসহ বিভিন্ন সমস্যা প্রশাসনকে জানানো হলেও সমাধান হয়নি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা ।
এর পরিপ্রেক্ষিতে বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
নাম প্রকাশ না করার শর্তে ফুড ইঞ্জিনিয়ারিংয়ের একজন শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্লাসরুম তিনটি। এর বিপরীতে ব্যাচ মোট ছয়টি। দেখা যায়, অনেক সময় রুটিনে ক্লাস ওভারল্যাপ হলে ক্লাসরুমই পাওয়া যায় না। আজও একজন শিক্ষক ক্লাসরুম ফাঁকা না পেয়ে ক্লাস না নিয়েই চলে যান। ক্লাসের প্রজেক্টর নষ্ট, ফ্যান নষ্ট, ওয়াশরুম নষ্ট। ক্লাসরুমের পাশাপাশি ক্লাসে সিটেরও সংকট। ৩০ জনের ক্লাসে ৫০ জনকে ক্লাস করতে হয়, ল্যাবের অবস্থাও করুণ। আমরা কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিনের কাছে এসব বিষয় নিয়ে চার মাস আগে কথা বলি। তারপরও কোনো সমাধান হয়নি।’
এ বিষয়ে ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগে অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে ক্লাসরুম সংকট, ল্যাব ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে অভিযোগ করে আসছে। বিষয়টি ডিনকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়েছে।’
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. জয়নাল আবেদীন বলেন, শিক্ষার্থীরা আজ অভিযোগপত্র দিয়েছে। এর আগে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
আসিফ ইকবাল/এসআর/জেআইএম