শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জবিতে প্রতিবাদী নাটক মঞ্চায়ন
নারায়ণগঞ্জে সংসদ সদস্য কর্তৃক শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নাটক মঞ্চায়ন করেছে জবি সাংস্কৃতিক কেন্দ্র।
বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নাটকটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
নাটকটি কবি কাজী কাদের নেওয়াজের "শিক্ষাগুরুর মর্যাদা" কবিতার নাট্যরূপ অবলম্বনে মঞ্চায়ন করা হয়। নাটকে দেখানো হয় একজন শিক্ষকের সম্মান অনেক ঊর্ধ্বে। তার সম্মানের সাথে অন্য কোন কিছুর তুলনা চলে না।
নাটকে অংশ নেয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক সভাপতি জামাল হুসাইন জাগো নিউজকে বলেন, সমাজের অসঙ্গগতি দূর করার জন্যই আমাদের সংগঠন কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের নাটকটি মঞ্চায়ন করছি।
তিনি বলেন, বিশ্বের সন্মানিত পেশা হলো শিক্ষকতা। শিক্ষকদের সম্মান দেয়া মানবিক ও নৈতিক দায়িত্ব। আজ মানবিক তাড়নায় প্রতিবাদের ভাষা হিসেবে কাজী কাদের নেওয়াজের "শিক্ষাগুরুর মর্যাদা" কবিতা অবলম্বনে ও হেদায়েত তুর্কির প্রযোজনায় নাটকটি মঞ্চায়ন করা হয়েছে।
উন্মুক্ত নাটকে হেয়ায়েত উল্ল্যাহ তুর্কী, জামাল হুসাইন, আলমগীর, দেব প্রসাদ চক্রবর্তীসহ মোট সাত শিল্পী অভিনয় করেছেন।
এসকেডি/আরআইপি