বুয়েটে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৫৫২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিন শিফটে মোট ৭ হাজার ৫৫২ জন শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে প্রথম শিফটে ২ হাজার ৫২০ জন, দ্বিতীয় শিফটে ২ হাজার ৫১২ জন এবং তৃতীয় শিফটে ২ হাজার ৫২০ জনকে নির্বাচিত করা হয়েছে। তারা মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

মূল ভর্তি পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাক-নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে আগামী ১৩ ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূল ভর্তি পরীক্ষাটি লিখিত আকারে ২ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে।

মডিউল-এ এর ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষায় থাকবে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন। মডিউল-বি তে ‘খ’ গ্রুপের জন্য দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত থাকবে মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তির পরীক্ষা। চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৮ মার্চ।

গত ২৩ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তিন শিফটে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২১ হাজার ৮৫৬ জন ভর্তিচ্ছু। এ পরীক্ষায় আবেদন করেও অনুপস্থিত ছিলেন দুই হাজার ৩৫৫ জন। সেই হিসেবে ৯ দশমিক ৭৩ শতাংশ ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

চলতি শিক্ষাবর্ষে বুয়েটের পাঁচটি অনুষদের অধীনে ১৩টি বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসন থাকবে। সব মিলিয়ে আসনসংখ্যা ১ হাজার ৩০৯টি।

এএএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।