মন্ত্রীদের আশ্বাসে রাবি শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত


প্রকাশিত: ০৬:১৮ এএম, ১৭ মে ২০১৬

মন্ত্রীদের দেওয়া আশ্বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম শান্তনু।

এরআগে রাাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে রাবি শিক্ষক সমিতির আহ্বানে সংহতি জানাতে বিশ্ববিদ্যালয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গত ১৪ ও ১৫ মে মন্ত্রীরা শিক্ষক হত্যার দ্রুত বিচারের আশ্বাস দেন এবং শিক্ষক সমিতির আন্দোলন তুলে নিতে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অধ্যাপক শাহ্ আজম শান্তনু জানান, মাননীয় মন্ত্রী মহোদয়গণের উদ্যোগ, আন্তরিকতা, সহমর্মিতা এবং অনুরোধের প্রেক্ষিতে অধ্যাপক রেজাউল করিমের নৃশংস হত্যাকাণ্ডের দোষীদের খুঁজে বের করা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাবি শিক্ষক সমিতি।

তিনি আরো জানান, দোষীদের শনাক্তকরণে এবং শাস্তিবিধানে সরকারি দফতরসমূহের আন্তরিকতার অভাব পরিলক্ষিত হলে শিক্ষক সমিতি আবারো কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

এদিকে ইংরেজি বিভাগও তাদের চলমান কর্মসূচি স্থাগিত করেছে। গত ২৩ এপ্রিল থেকে তারা নিয়মিত হত্যাকারীদের বিচার দাবিতে মৌন মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি করে আসছিল।

এছাড়া গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ২০ মে থেকে ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। আর ২৭ এপ্রিল শুক্রবার হওয়ায় শনিবার পুনরায় কার্যক্রম শুরু হবে। আর তার পরেই নতুন কর্মসূচির কথা ভাববে ইংরেজি বিভাগ ও শিক্ষক সমিতি।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল রাজশাহী নগরীর শালবাগান এলকায় নিজ বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরে অধ্যাপক রেজাউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় গতকাল সোমবার জামায়েতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আব্দুল্লাহ দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

রাশেদ রিন্টু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।