জবির অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন একাডেমিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ।
জাগো নিউজকে তিনি বলেন, নতুন একাডেমিক ভবনের ৬ষ্ঠ তলায় ময়লার স্তূপে লাগা আগুনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ধোঁয়া ৭ম তলায় ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ধরে নেওয়া সেখানেও আগুন লেগেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্যান্টিনের পরিচালক আলতাফ হোসেন জানান, আগুন লাগার পরপরই বিশ্ববিদ্যালয়ের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেওয়া হয়।
এর আগে সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেন ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টারের ডেপুটি অ্যাসিসট্যান্ট ডিরেক্টর সালেহ উদ্দিন।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছয় তলায় আগুনের সূত্রপাত হয়।পরে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এসএম/এমএমজেড/এএইচ/এমএস