আশা ইউনিভার্সিটির গেট-টুগেদার আসুবিয়ান অনুষ্ঠিত


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৬ ডিসেম্বর ২০১৪

বেসরকারি বিশ্ববিদ্যালয় আশা ইউনিভার্সিটির প্রথম ‘আসুবিয়ান’ গেট টুগেদার অনুষ্ঠান হলো। শুক্রবার ১০টায় রাজধানীর শ্যামলির লিঙ্ক রোড সংলগ্ন শ্যামলি মাঠে সকাল এ অনুষ্ঠানের শুরু হয়।

প্রাণ-আরএফএল গ্রুপের ‘প্রাণ ফ্রুটো’র সৌজন্যে আশা ইউনিভার্সিটির প্রথম ব্যাচ থেকে শুরু করে ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকালে কোরআন তেলওয়াতে মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. ডালিম চন্দ্র বর্মণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের ডিনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে গেট-টুগেদারের অংশ হিসেবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে দেশাত্ববোধক গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

দেশাত্ববোধক গান শেষে দুপুর ১২টায় জুম্মা নামাজের বিরতি দেওয়া হয়। বিরতির পর আবার শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন ব্যান্ডের গানের সাথে রয়েছে নৃত্য পরিবেশনা।

বিশ্ববিদ্যালয়ের গেট-টুগেদার অনুষ্ঠান পরিচালনাকারী কমিটি সূত্রে জানা গেছে, টক শো, র‌্যাফেল ড্র, সারপ্রাইজ পার্টি, পাওয়ার ভয়েস পারফরমেন্সসহ বিভিন্ন কর্মসূচির পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়।

বিশ্ববিদ্যালয়িটির প্রথম গেট টুগেদার ‘আসুবিয়ান’ অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন জাগোনিউজ২৪.কম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।