জুলাই স্মরণে জাবিতে হতে যাচ্ছে ‘লাল সন্ধ্যা’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫

জুলাই আন্দোলনের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হতে যাচ্ছে ‘লাল সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠান। বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ অনুষ্ঠান হবে। রেড জুলাইয়ের ও জাস্টিস ফর জুলাইয়ের উদ্যোগে হবে এ অনুষ্ঠান।

এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে জানানো হয়, এতে ‘কল ফ্রম প্যারাডাইজ, জাহাঙ্গীরনগর টু ঢাকা’ শীর্ষক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। সংগীত পরিবেশন করবে ইকরা শিল্পীগোষ্ঠী এবং ‘পাপেট বিপ্লব ও পরবর্তী বাস্তবতা’ শীর্ষক নাটক প্রদর্শন করবে জাহাঙ্গীরনগর থিয়েটার। এছাড়া ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান প্রদর্শনীর ব্যবস্থা থাকবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ আলোচক থাকবেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের পরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ছাত্র আন্দোলন, বিশ্ববিদ্যালয়জুলাই স্মরণে জাবিতে হতে যাচ্ছে ‘লাল সন্ধ্যা’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া আলোচক হিসেবে থাকবেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, তরুণ নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্নাহ, আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ, জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা প্রমুখ।

সৈকত ইসলাম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।