ঢাবিতে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৫১ এএম, ১৫ জানুয়ারি ২০২৫
পৃথক প্রতিযোগিতায় ছাত্রদের ১৩টি হল এবং ছাত্রীদের ৫টি হল অংশ নিচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভলিবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পৃথক প্রতিযোগিতায় ছাত্রদের ১৩টি হল এবং ছাত্রীদের ৫টি হল অংশ নিচ্ছে। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে ছাত্রদের গ্রুপে প্রতিটি হল প্রথম পর্বে ২টি ম্যাচ খেলার সুযোগ পাবে। সেরা ৮টি হল নিয়ে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। বিজয়ী দলগুলো নিয়ে আগামী ২৭ জানুয়ারি সেমিফাইনাল ও ৩০ জানুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছাত্রীদের গ্রুপে পয়েন্ট টেবিলের ভিত্তিতে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ নির্ধারিত হবে। ছাত্রীদের প্রতিযোগিতায়ও প্রতিটি হল ২টি ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রতিটি ম্যাচ রোটেশন পদ্ধতিতে এবং ৩ সেটের মাধ্যমে নিষ্পত্তি হবে।

উদ্বোধনী দিনে ছাত্রদের ২টি এবং ছাত্রীদের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ছাত্রদের ১ম ম্যাচে কবি জসীম উদ্দীন হলকে ২-০ সেটে হারিয়ে বিজয়ী হয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। ২য় ম্যাচে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলকে ২-০ সেটে হারিয়ে বিজয়ী হয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। ছাত্রীদের ম্যাচে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলকে ২-০ সেটে হারিয়ে শামসুন নাহার হল বিজয়ী হয়।

এমএইচএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।