ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে চলছে সাকরাইন উৎসব
নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে সাকরাইন উৎসব। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা (ডুসাড) এর আয়োজনে উৎসবটি পালিত হচ্ছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উৎসব উপলক্ষে নানা আয়োজন শুরু হয়। উৎসবে সার্বিক সহযোগিতা করেছে ইনোভ ঢাকা ও ঢাকা ফোরাম।
বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠ ঘুরে দেখা যায়, একদিকে অনেকে নাগরদোলায় দোল খাচ্ছেন। আবার কেউ কেউ নানা রঙয়ের ঘুড়ি নিয়ে সেগুলো ওড়াচ্ছেন। শিশু থেকে বয়স্ক, নানা বয়সের মানুষের আগমন ঘটেছে উৎসবে। বসেছে দেশীয় নানা পণ্যের স্টল।
সাকরাইন ও ঘুড়ি উৎসবের শেষে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।
ঘুড়ি উৎসবের আয়োজন সম্পর্কে ডুসাডের সভাপতি রাহাতউল্লাহ তৌসিফ বলেন, পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবকে ভিন্ন মাত্রা দিতে ডুসাডের পক্ষ থেকে দ্বিতীয়বার আমাদের এই আয়োজন। ঢাকার যান্ত্রিক জীবনে এই উৎসব প্রতিটি মানুষকে উৎফুল্ল করে তুলবে বলে আমরা আশাবাদী।
- আরও পড়ুন>>>
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আইআইটি ডে’ উদযাপন
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলিফুল ইসলাম নিষাদ সাকরাইন সম্পর্কে বলেন, প্রতি বছর ঘুড়ি কাটাকাটি, রঙ বেরঙের ফানুস আর জমকালো আতশবাজি ফুটানোর মাধ্যমে জমে ওঠে সাকরাইনের আমেজ। আমরাও ঘুড়ি উৎসবের পাশাপাশি উৎসবকে আরও আমেজপূর্ণ করতে আয়োজন করেছি পৌষ মেলার। আশা করি এই আয়োজনের মাধ্যমে ঢাকাবাসী তাদের শেকড় খুঁজে পাবে।
ডুসাডের শিক্ষা উপদেষ্টা, ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, দেশের সংস্কৃতি, ঐতিহ্য রক্ষায় শিক্ষার্থীদের এই আয়োজন প্রশংসনীয়। ঢাকার তরুণদের এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি আনন্দিত।
এমএইচএ/এসআইটি/এএসএম